আসন্ন মাধ্যমিক পরীক্ষা, প্রকাশিত হলো তারই সময়সূচি। এর সাথে সাথেই বদলও করা হলো পরীক্ষার সূচি। চলতি বছরের মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার সূচি বদল করা হয়েছে। ইতিমধ্যেই নয়া তারিখ ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু ‘মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি’ এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, অনেক আগেই মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট নির্ধারণ হয়েছিল। তাই নির্বাচন কমিশনের উচিত ছিল পরীক্ষার পর বা আগে ভোটের তারিখ ঘোষণা করা।
প্রাথমিক সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেইদিনই সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই কারণে ২৭ ফেব্রুয়ারি পরীক্ষার বদলে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হবে ১ মার্চ। বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। আর এই বিষয় নিয়েই খুশি নয় ‘মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি’। সংগঠনের তরফে অনিমেষ হালদার জানান, দুঃখের বিষয়, এ দেশে শিক্ষার গুরুত্ব সবকিছুর পর। অঙ্ক পরীক্ষার আগে বরাবরই যে ছুটি থাকত সেই পরম্পরা ভঙ্গ হল। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছেন তারা।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। সেই প্রেক্ষিতেই সাগরদিঘিতে উপনির্বাচন হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদ তাই নোটিশ দিয়ে জানিয়েছে বৃহত্তর জনস্বার্থের কথা মাথায় রেখেই উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হল।