ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে আলিপুরদুয়ারে বাড়ছে নদীর জল। কালজানি, ডিমা, রায়ডাক, তোর্সা, সংকোশ নদীগুলিতে জল বাড়ছে। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৪০.২০ মিমি, হাসিমারাতে ১৬০ মিমি বৃষ্টিপাত হয়েছে। ভুটানে অবিরাম বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যাওয়ায় বন্যার আশংকা দেখা দিয়েছে। আলিপুরদুয়ার পুরসভার নদীর চর এলাকার ওয়ার্ডগুলিতে জল। পুরসভার ৯ এবং ১৮ নম্বর ওয়ার্ডের দ্বীপচর, হঠাৎ কলোনী ও বালাটারী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আলিপুরদুয়ার শহর থেকে বালাটারী যাওয়ার বাঁশের সাঁকো ভেঙ্গে গেছে। যদি ভুটানে বৃষ্টি আরও বেড়ে যায় তবে নদীর জল বেড়ে এলাকাগুলির অবস্থা সংকটে দাঁড়াবে।
যদিও পুর প্রশাসন জানিয়েছে, “আমরা তৈরি রয়েছি।”