অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ।গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিং করার কাজ। এই ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা বাড়ানো হচ্ছে। কিন্তু ড্রেজিং এর ফলে বর্তমানে বিঘ্নিত হচ্ছে ভেসেল পরিষেবা। যায় জেরে অসুবিধায় পড়েছেন সাগর দ্বীপের বাসিন্দারা। বর্তমানে সারাদিনে মাত্র ৪ থেকে ৫ ঘন্টা চলছে ভেসেল পরিষেবা। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রী থেকে শুরু করে গঙ্গাসাগরে আগত পূর্ণ্যার্থীরা। ভেসেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সাগর মেলার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে পরিকাঠামো তৈরীর পাশাপাশি কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে পলি তোলার কাজ। ৫টি ড্রেজার দিয়ে চলছে পলি তোলা। এই পলি তোলার ফলে মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা বিঘ্নিত হতে শুরু করেছে। এখন দিনে জোয়ারের সময় মাত্র ঘন্টা চারেক ভেসেল চালানো সম্ভব বলে জানিয়েছেন ভূ-তল পরিবহন নিগমের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা।
Related Posts
Cancer awareness program organized in Coochbehar
Awareness camps and path plays were organized to prevent cancer. This program was organized by Karkinos Health Care and courtesy of Cooch Behar Theater Group. This program was taken at 3 places in Cooch Behar city.This program was taken up…
কার্শিয়াংয়ে মহামিছিল করে মনোনয়নপত্র জমা করলো BGPM দলের প্রার্থীরা
পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা মনোনয়নপত্র জমা করলো। মঙ্গলবার কার্শিয়াংয়ে একটি মহা মিছিল করে কার্শিয়াং এর BDO অফিসে মনোনয়নপত্র জমা করে প্রার্থীরা। মহা মিছিলে উপস্থিত ছিলেন দলের সভাপতি অনিত থাপা। দীর্ঘ প্রায় ২২ বছর পর…
বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে
দীপাবলীর রাতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠতো তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে।ঘটনায় জখম হয়ে ওই বিজেপি কর্মী তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের বজরাপুর এলাকার ঘটনা। জখম ওই বিজেপি কর্মীর নাম…