অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ।গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিং করার কাজ। এই ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা বাড়ানো হচ্ছে। কিন্তু ড্রেজিং এর ফলে বর্তমানে বিঘ্নিত হচ্ছে ভেসেল পরিষেবা। যায় জেরে অসুবিধায় পড়েছেন সাগর দ্বীপের বাসিন্দারা। বর্তমানে সারাদিনে মাত্র ৪ থেকে ৫ ঘন্টা চলছে ভেসেল পরিষেবা। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রী থেকে শুরু করে গঙ্গাসাগরে আগত পূর্ণ্যার্থীরা। ভেসেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সাগর মেলার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে পরিকাঠামো তৈরীর পাশাপাশি কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে পলি তোলার কাজ। ৫টি ড্রেজার দিয়ে চলছে পলি তোলা। এই পলি তোলার ফলে মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা বিঘ্নিত হতে শুরু করেছে। এখন দিনে জোয়ারের সময় মাত্র ঘন্টা চারেক ভেসেল চালানো সম্ভব বলে জানিয়েছেন ভূ-তল পরিবহন নিগমের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা।
Related Posts
SMC Administrator Goutam Deb holds meeting with health officials regarding COVID situation in Siliguri
Siliguri Municipal Corporation Administrator Mr. Goutam Deb held a metting with some health officials today at SMC regarding the intention to stop the Third Wave of Coronavirus. Mentioning the media, Goutam Deb mentioned that many issues including vaccinations were discussed…
দুর্গাপুজোর ঠিক আগে শহরকে সচল রাখতে পুরসভার তরফ থেকে চলল ফুটপাত দখল মুক্ত অভিযান
দুর্গাপুজোর ঠিক আগে আগেই শহরকে সচল রাখতে মাথাভাঙ্গা পৌরসভার তরফ থেকে শুরু হয়ে গেল ফুটপাত দখল মুক্ত অভিযান। এই বিষয়ে মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতী প্রামানিক জানান যে, সমস্ত দোকানদার ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, যার ফলে পথ চলতি…
সকাল থেকেই বৃষ্টি, তবুও ভাটা পড়লো না দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবায়
সকাল থেকেই দিনভর বৃষ্টি। তা সত্ত্বেও ভাটা পড়লো না দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবায়। সরকারি পরিষেবার সুবিধে নেওয়ার জন্য ছাতা মাথায় নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল চা বাগানের শ্রমিকদের। শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা ডেঙ্গুয়াঝাড়…