কলকাতার দুর্গা পুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুপস্থিত ঘটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। তাহলে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তিনি? নাকি অন্য কোনো কারণ রয়েছে। একাধিক প্রশ্ন ঘোরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার রেড রোডে কলকাতার দুর্গা পুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলিয়েছেন তাবড় তাবড় নেতা – মন্ত্রী , সাংসদরা। কিন্তু সেই অনুষ্ঠানে দেখা যায়নি সাংসদ দেবকে। এই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। তবে এদিকে দেবার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বাড়িতে গণেশ পুজোর জন্য ব্যস্ত থাকার কারণে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেননি তিনি।