মহিলাকে কুরুচিকর ম্যাসেজ করার অভিযোগে আটক জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র সভাপতি

মহিলাকে কুরুচিকর ম্যাসেজ করার অভিযোগে আটক জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র সভাপতি তনয় তালুকদার। জানা গিয়েছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিলাকে কুরুচিকর ম্যাসেজ করত অভিযুক্ত তৃণমূল নেতা। গতকাল রাত মহিলার স্বামী বিষয়টি জানতে পারে গভীর রাতে অভিযুক্ত হাতের কাছে পেয়ে মারধর করে। গনধোলাইয়ের পরিস্থিতি তৈরি হয়। পরে বাগডোগরা থানার পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে মহিলা। স্থানীয় যুবক বিরু ঘোষ জানান রাজনৈতিক প্রভাব দেখিয়ে তনয় তালুকদার এর আগেও অনেক মহিলাকে এ ধরনের কুপ্রস্তাব দিয়েছেন। তার কঠোর শাস্তি হওয়া দরকার।