প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে উঠে আসা স্বজন পোষনের অভিযোগের পর দলের পঞ্চায়েত প্রধান সহ দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার ফেসবুক একাউন্ট থেকে দলীয় নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দিয়েছেন কোন পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের নামে সরকারি ঘর বরাদ্দ হলে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। অভিজিৎ দে ভৌমিক এর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতেই জেলা সভাপতির এমন নির্দেশ বলে দাবি বিরোধীদের।
Related Posts
আয়োজিত হলো ছবি অঙ্কন প্রতিযোগিতা
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের, শিশু-কিশোর আকাদেমির আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর কোচবিহারের ব্যবস্থাপনায় মহারানী ইন্দিরা দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হলো ছবি আঁকা প্রতিযোগিতা। দুই বিভাগ মিলিয়ে মোট ২৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
কালচিনিতে চলল হাতির তান্ডব, ক্ষতিগ্রস্ত এলাকাবাসী
সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল। সকালে ঘুম থেকে উঠে বুনো হাতির মুখোমুখি হল বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি এলাকায়। গতকাল রাতে দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি এলাকায় বক্সা জঙ্গল থেকে বুনো হাতির দল প্রবেশ করে এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়।…
তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের উচশিক্ষিত করতে নেওয়া হল উদ্যোগ
উচ্চশিক্ষায় চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভাবে প্রশিক্ষণ এবং স্মার্ট ক্লাস চালু করল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত উচ্চশিক্ষায় পাঠরত পড়ুয়াদের জন্য মূলত এই স্মার্ট ক্লাসের চালু করার উদ্যোগ নেয় সংশ্লিষ্ট দপ্তর। শনিবার দুপুরে পুরাতন মালদা…