প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে উঠে আসা স্বজন পোষনের অভিযোগের পর দলের পঞ্চায়েত প্রধান সহ দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার ফেসবুক একাউন্ট থেকে দলীয় নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দিয়েছেন কোন পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের নামে সরকারি ঘর বরাদ্দ হলে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। অভিজিৎ দে ভৌমিক এর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতেই জেলা সভাপতির এমন নির্দেশ বলে দাবি বিরোধীদের।
Related Posts
আজ থেকে শুরু হলো ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা, এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪
আজ থেকে শুরু হলো ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা। শিলিগুড়ির বিভিন্ন স্কুলগুলিতে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত হয়েছিলেন। প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পর্ষদ। চলতি বছরে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। কড়া নজরদারিতে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে…
টেট পাশ ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলেন ও কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা দিলেন ২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা।শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল করে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা…
গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে আহত ১
ভারত বাংলাদেশ সীমান্তে মধ্য বালাভূতের কালজানি নদী দিয়ে গরু পাচার করতে গিয়ে বিএসএফের ৬২ নম্বর ব্যাটেলিয়ানের গুলিতে আহত এক ব্যক্তি। শনিবার ভোরে ঘটনাটি ঘটে তুফানগঞ্জ-১নং ব্লকের মধ্য বালাভূত এলাকায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম সাইদুল ইসলাম, বয়স ৪৫ বছর, ধৃত ওই…