দলকে না জানিয়ে বিধানসভায় অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতিসক্রিয়তা নিয়ে প্রস্তাবের ভোটাভুটিতে যে সমস্ত বিধায়ক অনুমতি ছাড়াই অধিবেশনে গড়হাজির ছিলেন তাঁদের চিহ্নিত করছে তৃণমূল পরিষদীয় দল।
সূত্রে খবর, অনুপস্থিত বিধায়কদের জবাবে অসন্তুষ্ট হলে হলুদ কার্ড দেখাবে পরিষদীয় দল। তবে তার আগে গোপনে খতিয়ে দেখা হচ্ছে যে,ঠিক কি কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন না।