গাঁটওয়ালা কাঁচা বাঁশ কাটার নিদান দিলীপ ঘোষের!

দাঁতন: ফের বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলায়। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে বস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ বলেন,“আর গ্রামে গঞ্জে যেখানে অত্যাচার হচ্ছে, বলে রাখুন বেশি দিন চলবে না। আগামী পঞ্চায়েতে এর বিচার শুরু হবে। সাধারণ মানুষের বিচার। এবারও ভয় দেখিয়ে জিতে যাবে। আমি বলছি কাঁচা বাঁশ কাটতে। গাঁটওয়ালা কাঁচা বাঁশ।”

দিলীপ ঘোষের কথায়, ‘পশ্চিমবাংলায় রাজনীতি করতে গেলে প্রাণের ঝুঁকি নিয়ে রাজনীতি করতে হয়। আমাদের জেলায় বহু কর্মীকে খুন করা হয়েছে।’

এদিকে দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, “উনি অনেকবার কাঁচা বাঁশের কথা বলেছেন। কিন্তু কাঁচা বাঁশ খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ আসলে এমন ভোটের বাঁশ ওদের দিচ্ছে,যে কাঁচা বাঁশ কোনও কাজে লাগছে না। মানুষ এই সব কথার ফুল ঝুঁড়িতে বিশ্বাস করেনা। মানুষ কাজে বিশ্বাস করে,তাই কাজ দেখে ভোট দেবে।”

অন্যদিকে এদিন দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি হাসপাতালে অসুস্থদের ফল বিতরণ করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।