নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:মুক্তি পেল কোচবিহার বেলতলা ইউনিটের হীরক জয়ন্তী বর্ষের থিম সং ‘রং তুলিতে মাটির ঘরে মা’ গানটি গেয়েছেন সঙ্গীত-শিল্পী বিক্রম শীল ও সুবর্ণা রায়। গানটির কথা ও সুর বিক্রম শীলের। এর আগেও বিক্রমের করা বেশ কিছু থিম সং জনমানসে বেশ আলোড়ন ফেলেছিল। বেলতলা ইউনিট ক্লাবের সম্পাদক হীরক কুমার দাস জানান তাদের উত্তর হীরক জয়ন্তী দুর্গা পূজা উপলক্ষ্যে পূজার মণ্ডপ সজ্জা ও প্রতিমার কাজ পূর্ণ উদ্যমে চলছে।এবারে তৃতীয়াতেই তাদের পুজোর উদ্বোধন হবে। এই দুর্গা পূজার অঙ্গ হিসেবেই পুজোর আনুষাঙ্গিক সমস্ত বিষয় নিয়ে লেখা এই থিম সং মুক্তি পেল। গানটির সুরকার ও গীতিকার বিক্রম শীল জানান দুর্গা পূজা মানেই বাঙালীর অনেক আনন্দ ও হই-হুল্লোড় সে কথা মাথায় রেখেই নাচের গানের আঙ্গিকে গানটি তিনি তৈরি করেছেন, তার পাশাপাশি এই গানের মধ্যে বেলতলা ইউনিটের দুর্গা পূজার সমস্ত দিকই তুলে ধরা হয়েছে। গানটি সকলের মন ছুঁয়ে যাবে বলেই তিনি আশাবাদী। ইতিমধ্যে গানটি জনমানসে বেশ সাড়া ফেলেছে, বেলতলা ইউনিট এলাকার বাসিন্দারাও খুশি দুর্গা পূজা উপলক্ষ্যে সম্পূর্ণ নতুন একটি গান পেয়ে
Related Posts
ভেঙে পড়ছে ছাদের চাঙর,দুশ্চিন্তায় বড় বাজারের ব্যবসায়ীরা
মাঝেমধ্যেই ভেঙে পড়ছে ছাদের চাঙর আর এই কারণেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কোচবিহারের বড় বাজারের ব্যবসায়ীদের কিছু অংশ।দীর্ঘদিন ধরে কোচবিহারের বড় বাজারে পুরনো বিল্ডিংয়ের ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন।দিনের পর দিন চাঙর ভেঙে পড়লে আগামীতে কোন ক্রেতা আর আসতে চাইবেন না তাদের…
হরপা বানে ভেসে আসা মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ
সিকিমের হরপা বানে ভেসে আসা দুইটি মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ। শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ ভারত বাংলাদেশের গিতালদহ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের লালমনিরহাট থানার কর্নপুরের চওড়াটারী গ্রামে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেই মিটিংয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর…
খোয়া যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ
চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া 50টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ। বুধবার আনুষ্ঠানিক ভাবে সেই ফোনগুলি তুলে দিলেন পুলিশ সুপার। এছাড়াও এ দিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি হেডকোয়ার্টার সহ পুলিশের অন্যান্য…