নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:মুক্তি পেল কোচবিহার বেলতলা ইউনিটের হীরক জয়ন্তী বর্ষের থিম সং ‘রং তুলিতে মাটির ঘরে মা’ গানটি গেয়েছেন সঙ্গীত-শিল্পী বিক্রম শীল ও সুবর্ণা রায়। গানটির কথা ও সুর বিক্রম শীলের। এর আগেও বিক্রমের করা বেশ কিছু থিম সং জনমানসে বেশ আলোড়ন ফেলেছিল। বেলতলা ইউনিট ক্লাবের সম্পাদক হীরক কুমার দাস জানান তাদের উত্তর হীরক জয়ন্তী দুর্গা পূজা উপলক্ষ্যে পূজার মণ্ডপ সজ্জা ও প্রতিমার কাজ পূর্ণ উদ্যমে চলছে।এবারে তৃতীয়াতেই তাদের পুজোর উদ্বোধন হবে। এই দুর্গা পূজার অঙ্গ হিসেবেই পুজোর আনুষাঙ্গিক সমস্ত বিষয় নিয়ে লেখা এই থিম সং মুক্তি পেল। গানটির সুরকার ও গীতিকার বিক্রম শীল জানান দুর্গা পূজা মানেই বাঙালীর অনেক আনন্দ ও হই-হুল্লোড় সে কথা মাথায় রেখেই নাচের গানের আঙ্গিকে গানটি তিনি তৈরি করেছেন, তার পাশাপাশি এই গানের মধ্যে বেলতলা ইউনিটের দুর্গা পূজার সমস্ত দিকই তুলে ধরা হয়েছে। গানটি সকলের মন ছুঁয়ে যাবে বলেই তিনি আশাবাদী। ইতিমধ্যে গানটি জনমানসে বেশ সাড়া ফেলেছে, বেলতলা ইউনিট এলাকার বাসিন্দারাও খুশি দুর্গা পূজা উপলক্ষ্যে সম্পূর্ণ নতুন একটি গান পেয়ে
Related Posts
উদ্বোধন হলো কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসবের
রাজ আমলের নিয়ম নিষ্ঠা মেনে ই উদ্বোধন হলো ঐতিহ্যবাহী রাস উৎসবের। রাস উৎসবের উদ্বোধন করলেন কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। রাজ আমল থেকে হয়ে আসছে এই রাস উৎসব। কোচবিহারের মদনমোহন মন্দির স্থাপনের পর থেকে এই মদনমোহনের রাস উৎসব হয়ে আসছে।…
কার্নিভালের আমেজে মাতলো কোচবিহার
আমেজে মাতলো কোচবিহার,জেলা প্রশাসনের উদ্যোগে কোচবিহার বিশ্ব সিংহ রোড হরিশ পাল চৌপতি এলাকায় অনুষ্ঠিত হলো দুর্গাপূজা কার্নিভাল ২০২৩।কোচবিহার জেলার বিভিন্ন ক্লাব গুলি তাদের বিভিন্ন প্রদর্শনী নিয়ে এই কার্নিভালে অংশগ্রহণ করে। এদিনের কার্নিভালের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহ।জেলার তথ্য…
মদ-জুয়া ও লটারির বন্ধ করার দাবিতে সাংবাদিক বৈঠক ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার
দিনহাটায় সাংবাদিক বৈঠক করে মদ-জুয়া নিষিদ্ধের দাবী জানাল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। সোমবার দুপুরে দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। মদ-জুয়া সমাজের ভারসাম্য নষ্ট করছে, তাই সরকার অবিলম্বে এইগুলো নিষিদ্ধ ঘোষণা করুক। সাংবাদিক সম্মেলন করে এমনই দাবী করলেন ওয়েলফেয়ার…