ধুন্দুমার পরিস্থিতি, নবান্ন অভিযান মামলায় স্থগিত হল রায়দান

পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযান করে রাজ্যের বিরোধী দল বিজেপি। অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের বিক্ষিপ্ত জায়াগায়। এই পরিস্থিতিতে বিজেপি নবান্ন অভিযান সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আজ এই মামলায় প্রধান বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণ, সরকারি, বেসরকারি সম্পত্তি নষ্ট যেমন করা যাবে না তেমনই অকারণে কাউকে গ্রেফতার করা যাবে না। এছাড়াও গোটা ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের রিপোর্ট তলব করা হয়েছে আদালতের তরফে। আগামী সোমবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।

তিনি আদালতকে এও জানিয়েছেন, অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে, পুলিশ কিয়স্ক ভাঙচুর করা হয়েছে, ফুটপাতের রেলিং ভেঙে দেওয়া হয়েছে এমজি রোডে। এছাড়াও হাওড়ার ১৫ জন পুলিশ ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছেন। এই ধরণের মামলায় মামলাকারীকে আর্থিক জরিমানা করা উচিৎ।

বিজেপির মূল অভিযোগ ছিল, পুলিশ শাসক দলের হয়ে কাজ করেছে। জেলায় জেলায় বিজেপির কর্মী সমর্থকদের ভয় দেখানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তাঁরা আরও জানিয়েছে, বিভিন্ন রেল স্টেশনে কর্মী সমর্থকদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, মহিলাদের ওপর পুলিশ ‘অত্যাচার’ করেছে।