‘উন্নয়ন দুয়ারে নয়, খাটের তলায়।’ গার্ডেনরিচ কান্ডে রাজ্যের শাসক দলকে খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রবিবার বিজেপির ডাকে ১৩ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের সমর্থনে নন্দীগ্রামে প্রস্তুতি সভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সভায় শুভেন্দু বলেন,‘দুয়ারে উন্নয়ন নয়,খাটের তলায় উন্নয়ন। গদি তুললেই টাকা আর টাকা।’
উল্লেখ্য, শনিবার সকালে গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে আট ঘণ্টায় উদ্ধার হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। এদিন সকাল ৮.৩০ নাগাদ গার্ডেনরিচের এই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। বাড়ির দোতলার একটি ঘরে টাকার হদিশ মিলতেই তা গুনতে শুরু করে দেন তাঁরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টাকার পরিমাণ। আনা হয় টাকা গোনার মেশিনও। বাড়ানো হয় ইডি আধিকারিকের সংখ্যাও। বিকেল পর্যন্ত আটটি টাকা গোনার মেশিন আনা হয়েছে গার্ডেনরিচের বাড়িতে। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ জওয়ানও। উদ্ধার করা টাকা নিয়ে যেতে ব্যাঙ্কের তরফে নিয়ে আসা হয়েছে ট্রাক। যার ভেতর রয়েছে প্রায় ১০টি ট্রাঙ্ক।
পরিবহনের সঙ্গে যুক্ত এই ব্যবসায়ী নিসার খান বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণার অভিযোগের জেরে এই তল্লাশি। আরও টাকার সন্ধানে বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। ইডি আধিকারিকরা নিসারের নিউটাউনের অফিসেও তল্লাশি চালিয়েছেন বলে জানা গেছে। তল্লাশি চালানো হয়েছে পার্ক স্ট্রিট সংলগ্ন ম্যাকলয়েড স্ট্রিটের একটি আবাসনেও। ওই আবাসনে এক আইনজীবীর ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। সব জায়গাতেই ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।