নতুন মোড় নিলো সম্প্রতি ঘটে যাওয়া কম্বলকাণ্ড। নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ আগামী ১৪ দিন জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে। এই নির্দেশ দিয়েছেন আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) তরুণকুমার মণ্ডল। এই মামলার পরবর্তী শুনানি ১১ এপ্রিল। আসানসোল আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন জিতেন্দ্র। সেই আবেদনের শুনানি হলেও রায়দান হয়নি। আজ জেল হেফাজতের রায় দেওয়া হয়েছে।
গত ১৪ ডিসেম্বর আসানসোলে চৈতালি তিওয়ারির ওয়ার্ডে শিবচর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দু মঞ্চ ছাড়তেই হুড়োহুড়ি পড়ে যায়৷ পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। সেই ঘটনায় জিতেন্দ্র ছাড়াও অভিযুক্ত তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি, আসানসোলের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত এবং দলের যুবনেতা তেজপ্রতাপ সিং।
কয়েক দিন আগেই জিতেন্দ্রকে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে রাজ্যে নিয়ে আসে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। মাঝে ৮ দিনের জন্য পুলিশি হেফাজতে ছিলেন বিজেপি নেতা। তারপর এদিন আসানসোলের সিজিএম আদালতে তাঁকে হাজির করানো হয়েছিল।