নতুন নামকরণ হলেও, এখনো ঘোষিত হয়নি উদ্বোধনের দিন

বহুদিন হয়ে গেছে সম্পন্ন হয়েছে মেট্রোর কাজ। কিন্তু কাজ সমাপ্ত হলেও জল্পনা চলছে উদ্বোধনের তারিখ নিয়ে। বহুবার সম্ভনা জাগলেও ঘোষিত হয়নি উদ্বোধনের দিন। অধরাই রয়েছে প্রশ্নের উত্তর। কবে চালু হবে শিয়ালদহ মেট্রো, এই উত্তর সত্যি কেউই দিতে পারছে না। এদিকে স্টেশন উদ্বোধন না হলেও তার নাম বদল করা হয়েছে। আসলে এখন যে কো-ব্র্যান্ডিং শুরু হয়েছে তার জেরেই স্টেশনের নামের আগে একটি ব্র্যান্ডের নাম বসানো হয়েছে। কিন্তু মেট্রো চালু হবে কবে থেকে তা এখনও স্পষ্ট নয়।

কো-ব্র্যান্ডিং হওয়ার পর শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের সঙ্গে একটি কোম্পানির নাম রাখা হয়েছে। এখন থেকে এই স্টেশনের নাম ‘ডিটিডিসি শিয়ালদহ মেট্রো’। মূলত আয় বৃদ্ধির জন্যই এই পদক্ষেপ নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ। বিভিন্ন মেট্রো স্টেশনের নামের আগে কোনও এক ব্র্যান্ড বা কোম্পানির নাম রাখা হবে। শিয়ালদহ স্টেশনের ক্ষেত্রে এই সংস্থা তাদের ব্র্যান্ডের বিপননের জন্য কাজে লাগাতে পারবে স্টেশনের বিরাট এলাকা। নিজস্ব কিয়স্ক থেকে শুরু করে বিভিন্ন ভাবে তারা নিজেদের কোম্পানি প্রমোট করতে পারবে। কিন্তু এতকিছুর পরেও যাত্রীদের মধ্যেই কোনও উৎসাহ দেখা যাচ্ছে না কারণ স্টেশন উদ্বোধন হওয়া নিয়ে কোনও তথ্যই দিতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ।

প্রথমে বাংলার বর্ষবরণের দিনই উদ্বোধনের কথা ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর। কিন্তু তা হয়নি। আবার গত ৩১ মে শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হতে পারে এমন খবর ছড়িয়েছিল। তবে সেটাও হয়নি। এরপর জল্পনা ছড়ায় যে সব ঠিক থাকলে আগামী ২৫ জুন এই মেট্রোর উদ্বোধন হতে পারে। কিন্তু এখন এই তারিখ নিয়েও নিশ্চিত হতে পারছে না রাজ্যবাসী। যদিও মেট্রো রেল সূত্র জানাচ্ছে, রেলওয়ে সেফটি বোর্ডের তরফে ২৫ মার্চ মেট্রোর ব্যাপারে ছাড়পত্র মিলেছিল। নিয়ম অনুযায়ী তার তিন মাসের মধ্যে মেট্রো চালু করা যায়। সেই প্রেক্ষিতেই ২৫ জুন সঠিক দিন।