বছর প্রায় শেষের পথে। বছর ঘুরলেই শুরু নতুন বছর। হাতে বাকি মাত্র আর একছুদিন। এই মুহূর্তে সদ্দ্যই সমাপ্ত হয়েছে প্রাথমিকের টেট। বেশ কিছু সমস্যার কারণে ২০১৬ সাল থেকে থমকে ছিল প্রাথমিক টেট। তারপর গত বছর থেকে ফের শুরু। তবে প্রতিবারের মতো এ বারের টেট নিয়েও বিস্তর অভিযোগ এসেছে।
পর্ষদ প্রথম থেকেই দাবি করেছে কড়া নিরাপত্তার মধ্যে নেওয়া হবে টেট, থাকবে সিসিটিভি। তবে এত সবের মধ্যেও এবার টেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষ হওয়ার অনেক আগেই সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে টেটের প্রশ্নপত্র। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে যেখানে জলের বোতল পর্যন্ত নিয়ে ঢোকা নিষিদ্ধ সেখানে উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রের ভিতর থেকে উদ্ধার হয়েছে প্লাস্টিকে মোড়া মোবাইল। সন্দেহের তালিকায় পরীক্ষা কেন্দ্রে জড়িত কর্মীরা।