দেশে বাড়ছে ডেঙ্গুর উপদ্রপ

সদ্দ্য মাত্রই হ্রাস টানা গেছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে, অনেকটা কম হয়েছে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এরই মাঝে আবার করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশংকা। ইতিমধ্যে দোসর হয়ে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু। রাজধানী দিল্লিতে হচ্ছে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। শেষ পাওয়া তথ্য বলছে, ইতিমধ্যেই দিল্লিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে দেড় হাজার মানুষ, মৃত্যুও হয়েছে একাধিক। সব মিলিয়ে করোনা সংক্রমণের মধ্যে মশার আতঙ্কে জর্জরিত দিল্লি বাসী। দিল্লি মিউনিসিপ্য়াল কর্পোরেশন জানাচ্ছে, এখনও পর্যন্ত চলতি বছরে মশাবাহিত রোগে দিল্লিতে মৃত্যু হয়েছে ৬ জনের। যে তথ্য যথেষ্ট উদ্বেগজনক।

বিগত কয়েক মাসের হিসেব বলছে, চলতি বছর জুলাই মাস থেকে অক্টোবর মাসের মধ্যে এই ৬ জনের মৃত্যু হয়েছে। পরবর্তী ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই। কারণ, এখনই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। চলতি সপ্তাহে ৫৩১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে রাজধানীতে মোট ১ হাজার ৫৩৭ জন আক্রান্ত হয়েছে বলে খবর। তবে, বিশেষজ্ঞদের দাবি, শুধু ডেঙ্গু নয়, রাজধানী দিল্লিতে বেড়েছে ম্যালেরিয়া, চিকেনগুনিয়ার মত মশাবাহিত রোগও। সব মিলিয়ে করোনা তো বটেই, মশা নিয়ে আলাদা আতঙ্ক তৈরি হয়েছে। 

দেশের কোভিড গ্রাফ আপাতত নিয়ন্ত্রণে থাকায় করোনা নিয়ে কিঞ্চিত চিন্তা কমেছে ঠিকই, কিন্তু এখনই হাফ ছেড়ে বাঁচার সময় আসেনি। তাই এই সময় সতর্ক না হয়ে থাকা নিজেদের জন্য আরও বড় বিপদ ডেকে আনার সমান। তাই চিকিৎসকরা বারবার বলছে সকলকে সতর্ক থাকতে এবং নিয়ম বিধি মেনে চলতে।

Leave a Reply