রাজ্য জুড়ে নারীনির্যাতন, খুন ও ধর্ষনের প্রতিবাদে শনিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে রাজ্যের অধিকাংশ থানায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। সেই মতো শিলিগুড়িতেও বিভিন্ন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হয়। এদিন দার্জিলিং জেলা সমতলের কংগ্রেস জেলা সভাপতি শংকর মালাকারের নেতৃত্বে শিলিগুড়ি থাানয় বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করে খড়িবাড়ি ব্লক কংগ্রেস।
এদিন খড়িবাড়ি ব্লক কংগ্রেস কার্যালয় থেকে মিছিল করার পর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস নেতাকর্মীরা। পরে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। ব্লক সভাপতি অলোক কুমার রায় জানান, নারী নির্যাতন, ধর্ষণের ঘটনায় অভিযোগ গুরুত্ব সহকারে দেখতে হবে। অভিযোগ করতে আসা অভিযোগকারীদের কোনো মতেই ফেরানো যাবে না। রঙ বা দল দেখে নয় আইন মেনে পুলিশকে কাজ করতে হবে। পাশাপাশি খড়িবাড়িতে মাদক ও বালি চুরি নিয়েও পুলিশের সক্রিয়তা দাবি করা হয়। অন্যদিকে শংকর মালাকার বলেন, রাজ্যজুড়ে নারি নির্যাতন সহ খুন ও লাঞ্ছনার ঘটনা ঘটে ঘটেছে। রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে একটার পর একটা মহিলার ধর্ষণ, খুন ও লাঞ্ছনার প্রতিবাদে পুলিশকে সচেতন করতে প্রদেশ কংগ্রেসের এই কর্মসূচি।