সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার পর শিরোনামে উঠে এসেছে রাজ্যের নানান মেডিক্যাল কলেজ। এর মধ্যে অন্যতম এসএসকেএম। এই হাসপাতালের জুনিয়র চিকিৎসক অভীক দে-র নাম জড়িয়েছে বহু জায়গায়।
এই আবহে এবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে নেতা-মন্ত্রীদের ভর্তি হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন ডিন অভিজিৎ হাজরা। গ্রেফতার হলেই নেতা-মন্ত্রীদের বারংবার উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন? প্রশ্ন করা হয় তাঁকে।
জবাবে বলেন, ‘কখনও কখনও কষ্ট হয়। যে কোনও চিকিৎসকের পক্ষে, যে কোনও সুস্থ মানুষের পক্ষে মেনে নিতে কষ্ট হয়। কিন্তু আমরা সিস্টেমের চাপে করতে বাধ্য হই। চিকিৎসক সমাজ বাধ্য হয়’। ডিন আরও বলেন, যারা যারা সিস্টেমের অংশ, তাঁদের সকলকে এটা মেনে নিতে হয়। এসএসকেএম হাসপাতালে বহু সময় ‘হলিডে হোম’ বলে কটাক্ষও শুনতে হয়েছে।