বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ শিক্ষক (স্পেশাল এডুকেটর) নিয়োগ করতে হবে। দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতির নির্দেশ, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের স্পেশাল এডুকেটর নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে তা মোতাবেক পদ তৈরি করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত।
স্পেশাল এডুকেটর পদ তৈরী করে নিয়োগের পাশাপাশি এই সংক্রান্ত শীর্ষ আদালতের অন্যান্য যা যা নির্দেশ রয়েছে সেই সবই যত দ্রুত সম্ভব করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এই নিয়ে স্কুলশিক্ষা দফতরের সচিব এবং পর্ষদকে রিপোর্ট জমা দিতে বলেছে। পরবর্তী শুনানি আগামী ৩০ সেপ্টেম্বর।