একই ঘর থেকে মা ও ছেলের মৃ*তদেহ

একই ঘর থেকে মা ও ছেলের মৃতদেহ এবং মেয়ের অচৈতন্য অবস্থায় উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপের E9 ব্লকে। ঘটনা ঘিরে ক্রমশই দানা বাঁধছে রহস্য। জানা গিয়েছে শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপের E9 ব্লকে গত ২০১৮ সাল থেকে বসবাস করছেন দাস পরিবার। পরিবারের প্রধান সুজিত দাস বালি পাথরের ব্যবসা করেন। তবে ব্যবসায়িক কাজে তিনি শহরের বাইরে রয়েছেন। জানা গিয়েছে প্রতিদিনের মতো গতকাল রাতেও দুই সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন সুজিতবাবুর স্ত্রী তিথি দাস।

তবে বৃহস্পতিবার সকালে তাদের আত্মীয় দেখতে পান একই ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তিথি ও তার দুই সন্তান। তৎক্ষণাৎ তিনজনকে উদ্ধার করে নিকটবর্তী নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তিথি দাস ও তার আট বছরের ছেলে তেজস দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অন্যদিকে তার মেয়ে তেজল দাসের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সেখানে ভর্তি করা হয় এবং তার সেখানে চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে উত্তরায়ন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

পুলিশের প্রাথমিক অনুমান ঘরের ভেতরে রুম হিটার জালানো ছিল। তাছাড়াও ঘরের ভেতরে জালানো হয়েছিল কাঠ কয়লা। তা থেকেই হয়তো ঘরে অক্সিজেনের মাত্রা কম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা। যদিও মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যেই সেই বাংলোতে একজন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে উত্তরায়ণ ফাঁড়ির পুলিশ।