পুরোপুরি ভাবে সুস্থ আছেন মেয়ে ও বাবা, সফল হল লালুর অস্ত্রপচার

দীর্ঘ সময় ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তাঁকে কিডনি দান করার সিদ্ধান্ত নেন তাঁর মেয়ে রোহিণী। সিঙ্গাপুরে বাবার চিকিৎসা করানোর বিষয় প্রথম থেকেই উদ্যোগী হয়েছিলেন তিনি। অবশেষে লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হল এবং তা সফল। রোহিণীর কিডনিই প্রতিস্থাপন করা হয়েছে তাঁর শরীর। দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে।

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে ছিলেন লালু। তবে তাঁর শারীরিক সমস্যার জন্য বারংবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত কয়েক বছরে দিল্লি এবং রাঁচিতে তাঁর চিকিৎসা হয়েছে। এবার মেয়ের উদ্যোগে সিঙ্গাপুরে তাঁর অস্ত্রপচার হল। বিহারের উপ মুখ্যমন্ত্রী এবং লালু পুত্র তেজস্বী যাদব টুইট করে জানান, ”বাবার কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয়ে গিয়েছে। অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে রাখা হয়েছে বাবাকে। কিডনিদাতা রোহিণী আচার্যও সম্পূর্ণ সুস্থ আছেন। বাবার জন্য যাঁরা প্রার্থনা করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।”

যদিও লালু মেয়ের থেকে কিডনি নিতে চাননি। কিন্তু তাঁর মেয়ে নিজে তাঁকে কিডনি প্রতিস্থাপন নিয়ে একাধিক পরিসংখ্যান দেখায় এবং তাঁর সম্মতি নেয় এই অস্ত্রপচাররে জন্য। রোহিণী জানিয়েছিলেন, নিজের বাবার জন্য এই কাজ করতে পেরে তিনি একদিকে যেমন গর্বিত, অন্যদিকে নিজেকে ভাগ্যবান মনে করছেন।