পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগরের ভারত জুটমিল, প্রায় ৪৫০ জন শ্রমিক কর্মহীন

পুজোর মুখেই বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগরের ভারত জুটমিল। গত কয়েকদিন ধরেই বেশ কিছু দাবিদাওয়া নিয়ে মিলের শ্রমিকরা কর্মবিরতি করছিলেন। সেই কারণ দেখিয়েই মালিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল থেকে মিল বন্ধের নোটিশ দেয়। এদিন সকালে মিলে এসে গেটে নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। অবিলম্বে মিল খোলার দাবি জানান তাঁরা। মালিকপক্ষ মিল বন্ধ করে দেওয়ায় পুজোর মুখে কার্যত কয়েকশো শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের তরফ থেকে তাঁদের দু’টির পরিবর্তে চারটি করে কল ( মেশিন ) চালাতে বাধ্য করা হচ্ছিল। তাঁরা এই নিয়ে তাঁদের আপত্তির কথা জানিয়েছিলেন। কিন্তু মিল কর্তৃপক্ষ তাঁদের জোর করে চারটি করে কল চালাতে বাধ্য করছিলেন। এই নিয়ে তাঁরা কয়েকদিন ধরে কর্মবিরতি করছিলেন।

কিন্তু আজ আচমকাই সকালে কারখানার গেটে তাঁরা মিল বন্ধের নোটিশ দেখতে পান। তাঁদের অভিযোগ মালিকপক্ষ পুজোর আগে একতরফাভাবে মিল বন্ধ করে দিয়েছে। পুজোর মুখে তাঁদের বেতন, পুজো বোনাস কিছুই দেওয়া হয়নি। পাশাপাশি তাঁদের প্রভিডেন্ট ফান্ড, ইএসআই সহ অন্যান্য বকেয়া দেওয়া হয়নি। সব মিলিয়ে তাঁরা চরম সমস্যার মুখে পড়ে গেলেন। অবিলম্বে শ্রমিকরা মিল খোলার দাবি জানিয়েছেন। মালিকপক্ষ নোটিশে জানায় তাঁত বিভাগে অবৈধ ধর্মঘটের কারণে তাঁরা মিল বন্ধের নোটিশ দিয়েছেন।