রেলের নয়া উদ্যোগে সমস্যা বাড়ছে নিত্যযাত্রীদের

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি বড় তথ্য সামনে এসেছে। মূলত, বর্তমান সময়ে ট্রেনগুলিতে জেনারেল কোচের ঘাটতি দেখা যাচ্ছে। কারণ, এখন রেলের তরফে AC কোচ (বিশেষত 3AC কোচ) চালু করার বিষয়েই প্রাধান্য দেওয়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে।

এদিকে, বৃদ্ধি পাচ্ছে ভাড়ার পরিমাণও। এর ফলেই প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন মধ্যবিত্ত যাত্রীরা। কারণ, এই খরচের পরিমাণ বৃদ্ধির বিষয়টি টিকিট বুকিংয়ের ক্ষেত্রে তাঁদের চিন্তা বাড়াচ্ছে। উদাহরণস্বরূপ, উত্তর পূর্ব রেলওয়ে প্রায় ৪০ টি এক্সপ্রেস ট্রেনে ১০০ টিরও বেশি AC কোচ ইনস্টল করা হয়েছে।

এদিকে, নতুন ইনস্টল করা AC কোচগুলির মধ্যে ৭৫ শতাংশের বেশি থ্রি টিয়ারের কোচ। এর ফলে ট্রেনে ক্রমাগত কমেছে সাধারণ ও স্লিপার কোচ। এমতাবস্থায়, রেলের এহেন নতুন নীতি মধ্যবিত্ত পরিবারের যাত্রীদেরকে সমস্যায় ফেলেছে।