বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার শীঘ্রই তার কর্মী ও ও পেনশনভোগীদর বাড়াতে পারে।
মার্চের গোড়ার দিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। কেন্দ্র সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে। উল্লেখ্য, বর্তমানে ৪৬ শতাংশ হারে DA/DR দেওয়া হচ্ছে। যদিও আগামী মাসের মধ্যে তা আরও ৪ শতাংশ বাড়বে। যা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার বছরে দু’বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে- জানুয়ারি এবং জুলাইয়ে। জানুয়ারির বর্ধিত মহার্ঘ ভাতা সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয়। উপভোক্তা মূল্য সূচকের ওপর ভিত্তি করে DA গণনা করা হয়।