বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে এবার ফের ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তরফে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে জানানো হয়েছে যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে। ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার এর আগেই জানিয়ে দিয়েছিল যে, বর্তমানে আবহওয়ার খামখেয়ালিপনা অব্যাহত রয়েছে। আর সেই কারণেই সৃষ্টি হয়েছে এই ঘূর্ণিঝড়ের।
গত ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই সাইক্লোন। এটি বাংলাদেশে আছড়ে পড়ার আগে পশ্চিমবঙ্গেও ঝড়-বৃষ্টি ঘটাবে বলে জানা গিয়েছে। এই সাইক্লোনটি বঙ্গোপসাগরে ক্রমশ উত্তর-পশ্চিম এবং পশ্চিম প্রান্তে এগোচ্ছে।