শুরু হয়েছে কষ্টের দিন, চরছে গরমের পারদ। মাঝে কটাদিন স্বস্তি হলেও আবার যেন পুড়ছে রাজ্য। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। তাপমাত্রার পারদ চল্লিশের গণ্ডি পার হতেই প্রাণ ওষ্ঠাগত, গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এরই মাঝে এবার ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘূর্ণিঝড় তৈরীর সম্ভাবনা রয়েছে।
এই ঘূর্ণিঝড় আছরে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে। আবহাওয়াবিদরা মনে করছেন ওই সময় বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড় তৈরির জন্য সহায়ক হবে। প্রসঙ্গত এর আগে মে মাসে বহু ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে। আয়লা, আমফানের মত ঘূর্ণিঝড় তছনছ করেছে বাংলাকে। গত আম্পানের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই ছিল যে এখনো সেই ক্ষতি রয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে।
বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার অফ কলকাতার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা বলেছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড় তৈরির জন্য অনুকূল হবে। তবে এর আগে মে মাসে যেসব ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সেই সব ঘূর্ণিঝড়ের ইতিহাস মোটেও ভালো নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা নজর রাখছি পরিস্থিতির দিকে।