কেষ্টর বাড়ির পরিচারক থেকে ধোপা সবার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে গত বছর থেকে গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

ইডি সূত্রে খবর, কেষ্টর বাড়ির পরিচারক বিদ্যুৎবরণ গায়েনের নামে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তবে তাজ্জব ভাবে তার ‘নমিনি’ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল! যেখানে মাসে ১৫ হাজার টাকা বেতন পেতেন ওই পরিচারক সেখানে দেখা যাচ্ছে তার নামে কেনা হয়েছে ৭ কোটি ৭১ লক্ষ টাকার জমি।

পাশাপাশি অনুব্রত ঘনিষ্ঠ আনাজবিক্রেতা ও ধোপা বিজয় রজকের নামেও খোলা হয়েছে অ্যাকাউন্ট। যাতেও রয়েছে মোটা অংকের টাকা। ইডির দাবি, এভাবেই পরিচিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে গরু পাচারের ঘুষের টাকার লেনদেন চলত অবাধে। ইডির দাবি, এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা নগদ অর্থ এবং নামে-বেনামের সমস্ত সম্পত্তি মিলিয়ে কেবল কেষ্টর নামেই ৪৮ কোটি ৬ লক্ষ টাকারও বেশি সম্পত্তির খোঁজ মিলেছে।