সৃষ্টি হল উত্তপ্ত পরিস্থিতির, মারাত্মক অভিযোগ নিশীথের ওপর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বহু কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। আগামী ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।

তবে এবার মনোনয়ন জমা করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের ওপর মারাত্মক অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। দিনহাটার ২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেন। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক, কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায় সহ অন্য বিধায়ক ও প্রার্থীরা মিছিল করে বিডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা করেন।

তবে সেখানেই দেখা যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে এক পুলিশের বাক্যালাপ। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতেই তুঙ্গে তরজা। এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপি প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভেঙেছে বলে দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর।