বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে একাধিক নতুন তথ্য উঠে এল তদন্তকারী সংস্থার হাতে।
রেশন দুর্নীতির তদন্তে দিনভর জেরা ও তল্লাশির পর মধ্যরাতে ইডির হাতে গ্রেফতার হন দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ ও তার ভাই আলিফ নুর ওরফে মুকুল। এদিন আদালতে পেশ করে এই দুই ভাইকে নিয়ে বিস্ফোরক দাবি করে তদন্তকারী সংস্থা।
ইডির দাবি, এসএসকেএম হাসপাতালে শুয়ে থেকেই এই দুই ভাইকে প্রতি মাসে ১০ লক্ষ টাকা সুদ বাবদ জমা দিতে বলেন জ্যোতিপ্রিয়। জ্যোতিপ্রিয়র হিসেব রক্ষক শান্তনু ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে ডিজিটাল প্রুফ পাওয়া গিয়েছে। যেখানে একটি ফোল্ডারে এই বিদেশ ও মুকুলের নামের উল্লেখ ছিল। আপাতত দু’জনকেই ২০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।