কোচবিহার খাগড়াবাড়ী বুড়ির পাট ক্লাব ও ব্যয়ামাগারের দুর্গাপুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষে ক্লাবের পক্ষ থেকে তামিলনাড়ুর চোল সাম্রাজ্যের হেরিটেজ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। সম্পূর্ণ মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ এবং হোগলা পাতা দিয়ে।
স্থানীয় শিল্পী দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমা। নিয়ে আশা হচ্ছে চন্দননগরের আলোকসজ্জা।
সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এবার পুজোর বাজেট ৪০ লক্ষ্য টাকা। এবার পুজোয় এই মন্ডপ,প্রতিমা এবং আলোকসজ্জা দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী বুড়ির পাট ক্লাব ও ব্যয়ামাগারের পুজো উদ্যোক্তারা।