আধার থেকে শুরু করে বায়োমেট্রিক ক্লোন, রাজ্যের একের পর এক প্রতারণার ঘটনা ঘটছে। জালিয়াতির ফাঁদে পড়ে এবার কোচবিহারের এক নাগরিক ব্যাঙ্কের গচ্ছিত টাকা হারালেন। দুই ধাপে এক লক্ষ উনিশ হাজার দুশো টাকা প্রতারণা হয়েছে বলে অভিযোগ। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরে। জানা গিয়েছে, শহরে অবস্থিত রাজারহাটে একটি জনপ্রিয় বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে,সেই ব্যাংকের কর্মীর পরিচয় দিয়ে গ্রাহক কে ফোন করে করা হয়েছে প্রতারণা। ব্যাংকের ওই শাখাতেই রেনু রানী দত্তর একটি রেকারিং একাউন্ট ছিলো। সেই রেকারিং এর টাকা ম্যাচুয়ার হয়ে যাবার নাম করে ফোন করে একাধিক তথ্য নেওয়া হয় গ্রাহকের কাছ থেকে। এর পর একটি ওটিপি নম্বর চাওয়া হয় । সেই ওটিপি দেওয়ার দুদিন পর রেনু রানী দেবী জানতে পারেন তার একাউন্টে যেখানে এক লক্ষ উনিশ হাজার দুশো সাত চল্লিশ টাকা থাকার কথা সেখানে পড়ে রয়েছে মাত্র সাত চল্লিশ টাকা। বাকি টাকা নেই সেটা তিনি তখনি বুঝতে পারেন। এরপর ওই ব্যাংকের শাখায় গিয়ে তিনি সমস্ত বিষয়টি জানান।এই বিষয়ে তিনি স্থানীয় থানায় ও ওই বাঙ্কের শাখায় লিখিত অভিযোগ জানায়।
Related Posts
সিকিমের হরপা বানে মৃত্যু দিনহাটার যুবকের
সিকিমের হরপা বানে মৃত্যু দিনহাটার এক যুবকের এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে।ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বৃহস্পতিবার দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রুয়েরকুঠি এলাকার বাসিন্দা বছর সাতেশের রাহুল মোদক সিকিমে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন তিনি।গত মঙ্গলবার…
সামান্য বৃষ্টিতেই জল থৈ-থৈ কোচবিহার পৌর এলাকা! প্রশ্ন উঠছে পৌর পরিষেবা নিয়ে
সামান্য বৃষ্টিতেই জল থৈ-থৈ কোচবিহার জেলার প্রাণকেন্দ্র রাজবাড়ী থেকে শুরু করে ভবানীগঞ্জ বাজারে এলাকা। প্রশ্ন উঠছে পৌর পরিষেবা নিয়ে। একদিকে ফলাও করে বলা হচ্ছে প্রতিনিয়ত ভাল পরিসেবা দিতে উদ্যোগী হয়েছে কোচবিহার পৌরসভা,ঠিক তার পাশাপাশি সামান্য বৃষ্টিতেই জল থই থই শহর…
ডাকাতির ছক কষার আগেই গোসানিমারিতে ধৃত ডাকাত দল
ডাকাতির ছক কষার আগেই গোসানীমারী শাল বাগানে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শনিবার দুপুর একটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এমনটাই জানান। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে আনুমানিক দশটা নাগাদ গোপন সূত্রের…