কার্নিভালের আমেজে মাতলো কোচবিহার

আমেজে মাতলো কোচবিহার,জেলা প্রশাসনের উদ্যোগে কোচবিহার বিশ্ব সিংহ রোড হরিশ পাল চৌপতি এলাকায় অনুষ্ঠিত হলো দুর্গাপূজা কার্নিভাল ২০২৩।কোচবিহার জেলার বিভিন্ন ক্লাব গুলি তাদের বিভিন্ন প্রদর্শনী নিয়ে এই কার্নিভালে অংশগ্রহণ করে। এদিনের কার্নিভালের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহ।জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের সূত্রে জানা গিয়েছে ২৬ টি ক্লাব এই পুজো কার্নিভালে অংশগ্রহণ করে। বিভিন্ন ক্লাবগুলো নৃত্য, প্রতিমা প্রদর্শন ও ট্যাবলোর মাধ্যমে সমাজ সচেতনতামূলক বিভিন্ন বার্তা দেয়। পুরুলিয়ার ছৌ নাচ ও বাউল গান দর্শকদের বিশেষভাবে মন জয় করে। তাছাড়াও বিভিন্ন নৃত্যশিল্পীদের দ্বারা মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শনে এদিনের কার্নিভালের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। গাছ বাঁচাও ও ডেঙ্গু নিয়ে বিশেষ সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনার ভাষণ দিয়ে এদিনের কার্নিভালের সূচনা হয়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুমিতা বর্মন,জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ,এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এবং জেলার বিভিন্ন গণ্যমান্য মানুষ।