কোচবিহারে হকির আন্তঃজেলা প্রতিযোগীতা আয়োজিত হল আজ

হকি কোচবিহার আন্তঃ জেলা সিলেকশন আয়োজিত হলো কোচবিহারে। এতোদিন যে সিলেকশন কলকাতায় হতো এই প্রথমবার হকির আন্তঃ জেলা এবং রাজ্য স্তরের সিলেকশন আয়োজিত হলো কোচবিহারে। কোচবিহার ডাংডিং গুড়ি কচুয়া হাই স্কুলের মাঠে এই সিলেকশন পর্ব আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জাতীয় হকি প্রাক্তন ক্রীড়াবিদ তথা যুগ্ম সম্পাদক হকি বেঙ্গল অ্যাসোসিয়েশনের সুরভী মিত্র। তিনি নিজে দাঁড়িয়ে থেকেই এই সিলেকশন পর্বের তত্ত্বাবধান করেন।

সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেন হকি কোচবিহার, প্রেসিডেন্ট উজ্জ্বল সরকার। তিনি জানান, সিলেকশন পর্ব যা এতোদিন কলকাতায় গিয়ে খেলোয়াড়দের মুখোমুখি হতে হতো তা এই প্রথমবার কোচবিহারে আয়োজিত হয়েছে। তিনি হকি বেঙ্গল অ্যাসোসিয়েশন কে ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ গ্রহণ করার জন্য গ্রামবাংলায় হকির প্রতি আকর্ষণ আরো বৃদ্ধি পাবে।

পাশাপাশি সুরভী মৈত্র বলেন, জুনিয়র, সাব জুনিয়র, সিনিয়র এই তিন ক্যাটাগরিতে ১৮ জন করে খেলোয়াড়কে সিলেকশন করা হচ্ছে। পুরুষ মহিলা দুই বিভাগেই। পরবর্তীতে এই দল জেলার হয়ে অন্যান্য জেলা দলের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। শুধু তাই নয় এই খেলোয়াড়দের মধ্যে থেকেই পরবর্তীতে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবেন এমন খেলোয়াড় উঠে আসবে। ইতি মধ্যেই কোচবিহার থেকে বেশ কয়েকজন বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছেন। সুতরাং এই খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ছোট ছোট দল করে খেলানোর মাধ্যমে এবং প্রশিক্ষণ দেখার মাধ্যমে এই সিলেকশন করা হচ্ছে বলেও জানান তিনি।