সারা ভারত স্বল্প সঞ্চয় এজেন্টদের কোচবিহার জেলা কমিটির কর্ম বিরতি তথা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো কোচবিহার প্রধান ডাক ঘরের গেটে। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলা নেতৃত্বরা সহ সংগঠনের সদস্যরা।সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, এই স্বল্প সঞ্চয় এজেন্টদের আগে এক টাকা কমিশন থাকলে বর্তমানে তা ৫০ পয়সা। দ্রুত এই কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকার না ভাবলে ২০২৪ নির্বাচন নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে পারেন তারা বলে হুমকি দেন সংগঠনের পক্ষ থেকে।
Related Posts
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত দিনহাটায়
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো দিনহাটায়। রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে এই পরীক্ষা।দিনহাটার তিনটি ভেনুতে প্রায় চার’শ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এই…
রাজ আমলের রীতি মেনে পূজা হল মহালক্ষ্মীর
রাজ আমলের রীতি মেনে আজও পূজা হয় কোচবিহারের প্রায় ৪০০ বছর পুরনো রাজ পরিবারের মহালক্ষ্মীর। এক সময় কোচবিহারের রাজপ্রাসাদের এই মহালক্ষীর পূজো হলেও বর্তমানে এই মহালক্ষ্মী পুজো হয় কোচবিহার মদনমোহন মন্দিরে। কোজাগরী পূর্ণিমা তিথিতে একসময় রাজবাড়ীতেই মহালক্ষ্মীর পুজা হত। সয়ং…
বকেয়া টাকার দাবিতে পদযাত্রা মন্ত্রী উদয়ন গুহর
একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আটিয়ালডাঙ্গায় তৃনমূলের পদযাত্রায় মন্ত্রী উদয়ন গুহ। শনিবার সকালে বামনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আটিয়ালডাঙ্গায় তৃনমূল কংগ্রেসের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা দুই ব্লকের সভাপতি দীপক…