সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ব্যাপক রোষের মুখে পড়েন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এরপর ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পান।
ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে সন্দীপের নাম ঘোষণার পর সেখানে ব্যাপক বিতর্ক হয়েছিল। এরপর কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাঁকে স্বেচ্ছায় ছুটিতে যাওয়ার কথা বলা হয়। এরপর কয়েকটা দিন কাটতে না কাটতেই ফের সন্দীপকে নতুন দায়িত্ব দেওয়া হল। বুধবার সন্ধ্যায় ন্যাশানাল
মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদ থেকে সন্দীপকে সরানোর কথা জানানো হয়। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপরেই জানা যায়, এখন নতুন কোনও মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব না পেলেও তাঁকে একটি নতুন পদে বসানো হচ্ছে। এবার স্বাস্থ্য ভবনে ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ পদে আসীন হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।