শিলিগুড়ির শক্তিগড়, অশোকনগর এলাকায় বৃষ্টিতে আর জমবে না জল। প্রায় ১০ কোটি টাকা খরচ করে নতুন ড্রেনেজ সিস্টেম তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু সেই কাজ করতে গিয়েই বাঁধার মুখে পড়তে হল শিলিগুড়ি পুরনিগমকে। পরিকল্পনা অনুযায়ী ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের জল শীতলাপাড়ার ড্রেন হয়ে মহানন্দা নদীতে যাবে। যেকারণে শীতলাপাড়ার কাছে প্রায় ১ কোটি ৭৬ লক্ষ টাকা খরচে নতুন করে ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু শুক্রবার শীতলাপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভ শুরু করে, আটকে দেয় কাজ। তাঁদের দাবি, সেখান দিয়ে শক্তিগড় এলাকার জল গেলে জলমগ্ন হয়ে পড়বে এলাকা।
বাসিন্দারা বলেন, এমনিতেই এলাকায় জল জমে। নতুন ড্রেন হলেই শক্তিগড় এলাকার জলও জমে যাবে। এদিন বাসিন্দাদের বিক্ষোভের কথা শুনে এলাকায় হাজির হন মেয়র গৌতম দেব, কাউন্সিলর, বোরো চেয়ারম্যান সহ পুরনিগমের আধিকারিকেরা। এরপরই বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র।
তিনি জানান, এলাকার মানুষের মধ্যে একটু বিভ্রান্তি রয়েছে। ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের সমস্যার জন্য নতুন করে কাজ করা হচ্ছে। শীতলাপাড়ায় ড্রেনটি দিয়ে জল নদীতে যাবে। তবে ফের এলাকায় সেচ দপ্তর, পুরনিগমের আধিকারিকেরা গিয়ে সার্ভে করবে ও বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে।