নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে এবার বড়সড় দাবি করল কংগ্রেস। আর ৫ কেজি করে নয়, কংগ্রেস ক্ষমতায় এলে সাধারণ মানুষ পাবেন ১০ কেজি করে খাদ্য সামগ্রী। রেশন ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফে সাধারণ মানুষকে দেওয়া হয় খাদ্য সামগ্রী।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার লখনউতে বলেছেন, ‘এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে প্রতিমাসে গরীবদের জন্য ১০ কেজি করে রেশন দেব।’ এর পাশাপাশি জানানো হয়েছে কংগ্রেস ক্ষমতায় এলে গরীব পরিবারের মহিলাদের বছরে দেওয়া হবে এক লক্ষ টাকা করে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কংগ্রেসের এই প্রতিশ্রুতির সমালোচনা করে লিখেছেন, ‘কংগ্রেস কি জানে যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন তার দাম কী হতে পারে? তারা কি কোনও দিন হিসেব করে দেখেছে যে এই খটাখট স্কিমের জন্য তাদের কত টাকা খরচ করতে হবে? তারা কি এই টাকা তোলার জন্য কর বাড়িয়ে দেবে নাকি ধার নেওয়া শুরু করবে?’