গতকাল মহানগরীর বুকে শহর জুড়ে পালিত হয়েছে ২১ জুলাই, রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ দিবস। ছিল কয়েক হাজার হাজার লোকের জন্য ভিড়। এই পরিস্থিতিতেই গতকাল সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হরিশ চট্টোপাধ্যায়ের মুখে কালো রঙের একটি প্রাইভেট গাড়ি নিয়ে থাকা নুর আমিন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
নুর আলমের কালো রঙের গাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, ভোজালি, মাদকও। নিজেকে পুলিশকর্মী দাবি করা ধৃত নুর আমিনের আসল পরিচয় ঘিরে দানা বেঁধেছে রহস্য। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তিনি। গত কয়েকবছর ধরে ওই ব্যক্তির ঠিকানা কলকাতার আনন্দপুর থানার মার্টিনপাড়ার ১৪১-এর বি–ঠিকানায় একটি বহুতলে ফ্ল্যাট।
পাশেই একটি দোকান ঘর ভাড়া নিয়ে নুর ইন্টিরিয়র প্রাইভেট লিমিটেড নামে ইন্টিরিয়র ডেকরেশনের ব্যবসা খোলেন ওই ব্যক্তি। নুর আমিনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।