ক্রমশ চিন্তা বাড়ছে দেশের ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪০৩ জন। আবার চল্লিশ হাজারের কাছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, কেরলের পরিসংখ্যান। সেখানকার ৫ টি জেলাতেই কোভিড সংক্রমণ বেড়েছে ৭০ শতাংশ। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার ৭২৮। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩২০ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৯৫০ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪। তবে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমল সামান্য। বৃহস্পতিবার তা ছিল ৩ লক্ষ ৪২ হাজারের সামান্য বেশি। আর শুক্রবার তা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৯ হাজার ৫৬। দেশে মধ্যে সবথেকে বেশি সক্রিয় রোগী রয়েছেন কেরলে। সেখানে সক্রিয় রোগী রয়েছে ১ লক্ষ ৮৬ হাজার। এদিকে, তৃতীয় ঢেউ সামলাতে বাড়ছে টিকাকরণের হার। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে দেশের মোট ৭৭ হাজার ২৪ লক্ষ মানুষ করোনা ভ্যাকসিন পেয়েছেন। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়ার কাজেও গতি বাড়ছে।
Related Posts
করোনা সংক্রমণ রুখতে দেশে এবার শুরু হতে চলেছে ছোটদের টিকাকরণ
করোনা সংক্রমণকে রোধ করার প্রধান উপায় টিকাকরণ। ১৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। নয়া বছরের ৩ জানুয়ারি থেকে করোনা টিকা দেওয়া হবে। সম্প্রতি এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে…
বিধানসভা নির্বাচনে বিজেপির খচরের অংক বিশাল
এই মুহূর্তে অন্যতম রাজনৈতিক দল হলো বিজেপি, যা এই সময় দেশের সবচেয়ে বড়ো ধনি রাজনৈতিক দলের জায়গা করে নিয়েছে৷ ফলে তাঁদের খরচের বহরও তেমনই৷ চলতি বছর পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ক্ষমতা দখলে কোনও কার্পণ্য করেনি কেন্দ্রের শাসক দল৷ সম্প্রতি প্রকাশ্যে…
স্বস্তি দিয়ে ফের ঊর্দ্ধমুখী দেশের করোনা সংক্রমণের সংখ্যা
গত দুদিন বড়োসড়ো স্বস্তি দেওয়ার পর ফের কিছুটা বাড়লেও দেশের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ হাজার ৫২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত দু’দিন তা ছিল ১৮ হাজারের ঘরে। দেশে মোট সংক্রমিত হয়েছেন ৩…