ক্রমশ চিন্তা বাড়ছে দেশের ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪০৩ জন। আবার চল্লিশ হাজারের কাছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, কেরলের পরিসংখ্যান। সেখানকার ৫ টি জেলাতেই কোভিড সংক্রমণ বেড়েছে ৭০ শতাংশ। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার ৭২৮। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩২০ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৯৫০ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪। তবে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমল সামান্য। বৃহস্পতিবার তা ছিল ৩ লক্ষ ৪২ হাজারের সামান্য বেশি। আর শুক্রবার তা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৯ হাজার ৫৬। দেশে মধ্যে সবথেকে বেশি সক্রিয় রোগী রয়েছেন কেরলে। সেখানে সক্রিয় রোগী রয়েছে ১ লক্ষ ৮৬ হাজার। এদিকে, তৃতীয় ঢেউ সামলাতে বাড়ছে টিকাকরণের হার। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে দেশের মোট ৭৭ হাজার ২৪ লক্ষ মানুষ করোনা ভ্যাকসিন পেয়েছেন। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়ার কাজেও গতি বাড়ছে।
Related Posts
Delhi identifies 34 fresh Covid-19-infected persons
Delhi identified 34 fresh Covid-19-infected persons following 46,800 tests conducted for the purpose, according to the Delhi government’s latest health bulletin. The positivity rate dipped to 0.07 per cent from 0.08 per cent yesterday. There were no deaths attributed to…
দেশের করোনা সংক্রমণের সংখ্যায় বাড়ছে চিন্তা
ক্রমাগত ওঠা পড়া লেগেই আছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন। সবচেয়ে বেশি চিন্তায় রাখছে কেরলের পরিস্থিতি। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০…
Brazil health minister Marcelo Quiroga tests Covid positive hours after accompanying President Jair Bolsonaro to U.N. General Assembly
Brazil’s health minister tested covid positive in New York after President Jair Bolsonaro spoke at the U.N. General Assembly on Tuesday. Brazil’s government said in a statement that Marcelo Quiroga was in good health and would remain in isolation in…