ক্রমশ চিন্তা বাড়ছে দেশের ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪০৩ জন। আবার চল্লিশ হাজারের কাছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, কেরলের পরিসংখ্যান। সেখানকার ৫ টি জেলাতেই কোভিড সংক্রমণ বেড়েছে ৭০ শতাংশ। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার ৭২৮। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩২০ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৯৫০ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪। তবে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমল সামান্য। বৃহস্পতিবার তা ছিল ৩ লক্ষ ৪২ হাজারের সামান্য বেশি। আর শুক্রবার তা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৯ হাজার ৫৬। দেশে মধ্যে সবথেকে বেশি সক্রিয় রোগী রয়েছেন কেরলে। সেখানে সক্রিয় রোগী রয়েছে ১ লক্ষ ৮৬ হাজার। এদিকে, তৃতীয় ঢেউ সামলাতে বাড়ছে টিকাকরণের হার। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে দেশের মোট ৭৭ হাজার ২৪ লক্ষ মানুষ করোনা ভ্যাকসিন পেয়েছেন। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়ার কাজেও গতি বাড়ছে।
Related Posts
New Covid-19 cases crosses 1,000 mark in Delhi, 2 Covid deaths in last 24 hours
The fresh Covid cases crossed the 1,000 mark in Delhi on Friday as a total of 1,042 new Covid-19 cases were recorded in the national capital out of 22442 tests conducted during the past 24 hours across the city. The…
ওমিক্রনের পর এবার IHU
করোনা সংক্রমণ তারপর ওমিক্রন, এবার চিন্তা বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট৷ ফ্রান্সে হদিশ মিলেছে করোনার নয়া প্রজাতি IHU-র৷ যার বিজ্ঞানসম্মত নাম B.1.640.2৷ যা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ তবে IHU নিয়ে আশ্বস্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ হু-এর বিজ্ঞানী আবদি…
বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা
বেশ খানিকটা স্বস্তির পর আবার চিন্তা বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্কের মধ্যেই পজিটিভিটি রেট বেড়ে গেল বাংলায়। পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও যা নিয়ে এখন নতুন করে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে শহর কলকাতার আক্রান্তের…