উদ্বেগ বাড়ছে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে

চারিদিকে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে বাড়ছে চিন্তা। বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা কি ইঙ্গিত দিচ্ছে তৃতীয় ঢেউয়ের? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগে থেকেই দাবি করে আসছে যে করোনা নিয়ে ভয় কিছু কমেনি। মহামারি যে এখনও বিদায় নেয়নি সেটাই তারা স্পষ্ট করে দিয়েছে। কিন্তু দেশের সার্বিকভাবে কোভিড গ্রাফ নিয়ন্ত্রণে থাকায় সকলে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল। সাম্প্রতিক সময়ে ভাইরাসের একাধিক নয়া প্রজাতির হদিশ মেলায় চিন্তা বেড়েছে ঠিকই, কিন্তু মানুষ সচেতনও হয়েছে। কিন্তু আচমকা আবার করোনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি হল। কারণ হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। ভয় বেড়েছে মহারাষ্ট্রের।

গত এক মাসে মুম্বইয়ের হাসপাতালগুলির জরুরি বিভাগে করোনা রোগী ভর্তি হওয়ার হার হঠাৎ করে বাড়তে শুরু করেছে বলে সম্প্রতি এক রিপোর্টে ধরা পড়েছে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি সেই রিপোর্ট হাতে পেয়েছে। এপ্রিল এবং মে মাসের তুলনামূলক হিসেব বলছে, মুম্বইয়ে ২৩১ শতাংশ বৃদ্ধি হয়েছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যায়। শুধুমাত্র সোমবারই হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। কারা ভর্তি হচ্ছেন মূলত? এই ব্যাপারে বিএমসি জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে কমপক্ষে ৮০ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। অনেকের আবার রয়েছে কোমরবিডিটি। তবে এতে বিশেষ স্বস্তি কিছুই নেই, কারণ রাজ্যে বিগত কিছু সপ্তাহ ধরেই কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী।

প্রায় এক মাস পর এ রাজ্যের দৈনিক সংক্রমণ ছিল ৪০০-র বেশি। গত এক সপ্তাহ ধরেই টানা ৩০০-র ওপর ছিল দৈনিক সংক্রমণ। তাই চিন্তা বাড়ছে বৈ কমছে না। ইতিমধ্যে প্রশাসন ভেবে রেখেছে যে, নতুন করে লকডাউন চালু করা হতে পারে যদিও সংক্রমণ ১ হাজার ছুঁয়ে ফেলে। এখন যা পরিস্থিতি হচ্ছে তাতে অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়ি বাণিজ্য নগরীতে লকডাউন হয়ে যাবে।