পঞ্চায়েত কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ তুলে সরব হয়ে উঠলেন এলাকার ভুক্তভোগী অভিভাবকেরা।অভিযোগ উঠেছে চাঁচল ১ নং ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্টার কর্মচারীদের বিরুদ্ধে।অভিযোগ,পঞ্চায়েতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দপ্তরের কর্মচারীরা নিয়মিত দপ্তর খোলেন না।মাসের বেশিরভাগ সময় দপ্তরে তালা লাগানো থাকে।দুপুর ১২ টা পেরিয়ে গেলেও দপ্তরে কর্মচারীদের দেখতে পাওয়া যায় না।নতুন জন্ম সার্টিফিকেট ও সংশোধনের জন্য বছরের পর বছর দপ্তরে হন্য হয়ে ঘুরতে হয়। তবুও মেলেনা সার্টিফিকেট।জন্ম সার্টিফিকেট না থাকার কারণে আধার ও রেশন কার্ডের জন্য আবেদন করতে পারচ্ছেন না অভিভাবকরা।দপ্তরের কর্মচারীরা বিভিন্ন সমস্যায় দেখিয়ে বছরের পর বছর ধরে অভিভাবকদের ঘুরাচ্ছেন।যদিও পঞ্চায়েত কর্মচারীরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।নুরগঞ্জ এলাকার মানেজা খাতুন নামে এক অভিভাবিকা অভিযোগ করে বলেন’ জন্ম সার্টিফিকেটে ছেলের নাম সংশোধনের জন্য পাঁচ বছর ধরে ঘুরছি। তবুও করে দিচ্ছেন না সংশোধন।তিনমাস পরে আসতে বলেছিলেন।আমি পাঁচ মাস পরে এসেছি। তবুও ঘুরে যেতে হচ্ছে।ছেলের বয়স ১০ বছর হয়ে গেছে।আধার কার্ড ও রেশন কার্ড তৈরি করতে পারছি না।এমনকি ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারছি না।’জন্ম সার্টিফিকেটের দপ্তরের এক কর্মচারী মহম্মদ মুস্তাকিম জানান,কোনো অভিভাবক জন্ম সার্টিফিকেটের জন্য পাঁচ বছর ধরে হয়রান হয়নি।অনলাইনে সংশোধন পোর্টালটি বন্ধ রয়েছে তাই হয়তো কয়েকদিন ঘুরতে হয়েছে।চালু হয়ে গেলে কাউকে আর ঘুরে যেতে হবে না।তাদের বিরুদ্ধে সরাসরি মিথ্যা অভিযোগ তুলছেন অভিভাবকেরা।
Related Posts
বাড়ির চারপাশে থইথই জল,অন্তঃসত্বা মেয়েকে নিয়ে আতঙ্কে কাটছে দিনরাত
বাড়ির চারপাশে থইথই করছে পুনর্ভবা নদীর জল।স্রোতের শব্দে বুক কেঁপে উঠছে পঞ্চাশোর্ধ্ব মহিলা আশুবালা সরকারের।আশুবালা দেবী বলেন বাড়িতে সাড়ে আটমাসের অন্তঃসত্বা মেয়ে রয়েছে পুনর্ভবা নদীর জলের স্রোতে রাস্তা ভেঙে বাড়ি এখন জলাভুমি। যোগাযোগের মাধ্যম বলতে একমাত্র ছোট ডিঙি নৌকা।স্রোতের কারণে…
নাগরিক মঞ্চের পক্ষ থেকে সাধারণ মানুষের মতামতের উদ্দেশ্যে “জনতার ইজলাজ”
আরজিকর ঘটনার প্রতিবাদে নাগরিক মঞ্চের পক্ষ থেকে জনতার এজলাস কর্মসূচি হয় বুধবার রাত্রে মালদা শহরের ফোয়ারা মোড়ে। আর জি করের যে মহিলা জুনিয়র ডাক্তার ধর্ষণের পর খুন এই বিষয়ে সরকার, পুলিশ প্রশাসন, সিবিআই সহ বিচার ব্যবস্থা যেভাবে চলছে মানুষ এখনো…
আট বছরের বাচ্চার উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে বাঁচল ট্রেন
নিজের গায়ের লাল গেঞ্জি খুলে ট্রেন থামিয়ে কয়েকশো যাত্রীর প্রাণ বাঁচালো পঞ্চম শ্রেণীর ছাত্র মুরসালিম। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা রোড স্টেশন এর কাছে। রেল সূত্রে খবর, ঘটনাটি শুক্রবার দুপুর সাড়ে ৩টের। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন মালদা…