মায়ানগরীর বুক জুড়ে শোকের ছায়া। ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা। দীর্ঘ এক মাসের বেশি সময়ের প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। দীর্ঘ সময় ধরেই নানান শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের জেরে দিন কয়েক আগে মিরাকেল ঘুরতে রাজুর অনুরাগীদের মুখে হাসি ফুটে উঠেছিল। কিন্তু অবশেষে হারিয়ে গেল এক উজ্জ্বল তারকা।
জানা গিয়েছে, গত ১০ই অগাস্ট বুধবার জিমে শরীরচর্চা করার সময়েই অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার হার্ট অ্যাটাকের কথা প্রকাশ্যে আসে। এরপর থেকে অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকেরা নানান উন্নত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেছিলেন । অ্যাঞ্জিওপ্লাস্টিও করার পর প্রাথমিক অবস্থায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও দিনকয়েক পরেই রাজুর শরীরে ফের একাধিক সমস্যা ধরা পড়ে।
প্রসঙ্গত উল্লেখ্য, কানপুরের একটি মধ্যবিত্ত পরিবারে ১৯৬৩ সালে জন্ম নেওয়া ছেলেটি নিজের শিল্পসত্ত্বার জেরে বলিউডে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। একের পর এক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলেও হার মানেননি তিনি। ম্যায়নে পেয়ার কিয়া, বাজিগর, বোম্বে টু গোয়া ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আমদানি আঠান্নি খরচা রুপাইয়া ছবিতে তার অভিনয় রীতিমতো হাসির রোল তুলেছিল দর্শকদের মধ্যে। কমেডি নাইটস উইথ কপিল, মজাক মজাক মে, লাফ্টার চ্যালেঞ্জের মতো জনপ্রিয় কিছু শোয়ে সঞ্চালনার মধ্যে দিয়ে এক্কেবারে আমজনতার ড্রয়িং রুমে ঢুকে পড়েছিলেন।