রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে কয়লা পাচার কাণ্ডে বড় পদক্ষেপ গ্রহণ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এবার গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর পদাধিকারী-সহ ২ ব্যক্তি।
বেআইনিভাবে কয়লা তুলে চোরাপথে পাচারের অভিযোগে গ্রেফতার হলেন নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ-এর ইন্সপেক্টর আনন্দকুমার সিং ও ইসিএলের প্রাক্তন কর্তা সুনীলকুমার ঝা। এর আগে কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন ইসিএলের একাধিক আধিকারিক।
সিবিআইয় সূত্রে খবর, কয়লা পাচারের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ও তাঁর লোকেদের মদত দিতেন ইসিএলের আধিকারিকরা। তাঁরাই বিপুল টাকার বিনিময়ে অবৈধ খনি থেকে কয়লা তুলে বাইরে পাচারের কাজে সাহায্য করতেন। সেই কয়লা ভরতি মালবাহী গাড়ি খুব সহজেই চলে যেত রাজ্যের বাইরে। ধৃতদের জেরা করে এই কয়লা পাচারের সঙ্গে আরও যারা যুক্ত, তাদের সন্ধান চলছে বলে জানিয়েছে সিবিআই।