গীতালদহে অনুষ্ঠিত হল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিও।শুক্রবার দুপুর একটা থেকে গীতালদহে বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে পঞ্চধজী, খারিজা হরিদাস ও গীতালদহর এই তিনটি বিওপি ক্যাম্পে সীমান্তের বাসিন্দাদের নিয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।এদিন সীমান্তবর্তী কৃষক থেকে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়ন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের সিও অরবিন্দ কুমার উপাধ্যায়, ডিসি অয়াইকে রানা, এসি মুলচান্দ সহ অন্যান্য বিএসএফ আধিকারিকেরা।
Related Posts
তুফানগঞ্জ শহরের দোলমেলার মাঠে শুরু হল পরিবেশ বান্ধব বাজি মেলা
পৌরসভার উদ্যোগে তুফানগঞ্জ শহরের ৫ নং ওয়ার্ডের দোলমেলা মাঠে শুরু হল পরিবেশ বান্ধব বাজি মেলা। বুধবার দুপুরে ওই পরিবেশ বান্ধব বাজি মেলার উদ্বোধন করেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ইশোর। তিনি বলেন, মোট ছয়টি পরিবেশ বান্ধব বাজির স্টল রয়েছে এই মেলাতে।…
দিনহাটায় ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান
কিসামত দশগ্রামের বর্ষীয়ান দুই ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল।সোমবার দুপুরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে তার বাসভবনে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।একদা উদয়ন গুহর ছায়াসঙ্গী হয়ে কাজ করতেন ফরওয়ার্ড ব্লকের এই বর্ষীয়ান দুই…
কালী পুজোর রাত শোকের ছায়া নেমে এলো কর্মকার পরিবারে
কালী পুজোর রাত কাটতে না কাটতেই শোকের ছায়া নেমে এলো কর্মকার পরিবারের মধ্যে।জানাযায় পুজোর রাতে সাইকেলে করে বাড়ি আসার পথে ড্রেনে পড়ে মৃত্যু হল বছর ৩৫ এর এক যুবকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব খাগড়াবাড়ি শিবযজ্ঞর দোলাপাড়া এলাকায়। জানা যায়…