গীতালদহে অনুষ্ঠিত হল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিও।শুক্রবার দুপুর একটা থেকে গীতালদহে বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে পঞ্চধজী, খারিজা হরিদাস ও গীতালদহর এই তিনটি বিওপি ক্যাম্পে সীমান্তের বাসিন্দাদের নিয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।এদিন সীমান্তবর্তী কৃষক থেকে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়ন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের সিও অরবিন্দ কুমার উপাধ্যায়, ডিসি অয়াইকে রানা, এসি মুলচান্দ সহ অন্যান্য বিএসএফ আধিকারিকেরা।
Related Posts
হরপা বানে ভেসে আসা মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ
সিকিমের হরপা বানে ভেসে আসা দুইটি মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ। শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ ভারত বাংলাদেশের গিতালদহ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের লালমনিরহাট থানার কর্নপুরের চওড়াটারী গ্রামে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেই মিটিংয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর…
অসামাজিক কার্যকলাপ রুখতে মাথাভাঙ্গায় পুলিশের সচেতনতার বার্তা
উৎসবের প্রাক্কালে মাথাভাঙ্গা শহরে যানজট, অসামাজিক কার্যকলাপ , শহরের শান্তি শৃঙ্খলা ও চুরি রুখতে, মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে রুট মার্চ করেন। পাশাপাশি বিভিন্ন সোনার দোকানে গিয়ে সিসিটিভি রয়েছে কিনা তার খোঁজখবর নেন…
ভেটাগুরিতে বিজেপিতে যোগদান তৃণমূলের অঞ্চল যুব সভাপতির
উদয়ন গুহর পদযাত্রার কিছুক্ষনের মধ্যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো ভেটাগুরী ১নং অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি মৃণাল বর্মন, তৃণমূল সদস্য কাজল ,দীপু বর্মন সহ ১৫ টি পরিবার। উদয়ন গুহর বিস্ফোরক মন্তব্যের পরেই এই যোগদান বলে দাবি করেন সভায় উপস্থিত…