তিহার জেলে গিয়ে এনামুলকে জেরা করবে সিআইডি!

গরু পাচার মামলায় এবার তিহার জেলে গিয়ে এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে চায় CID। এমনটাই সূত্র মারফত জানা গেছে।

সূত্রের খবর,গরু পাচার মামলায় বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই তথ্য নিয়েই এনামুল হককে জেরা করা প্রয়োজন। সেই কারণে গতকাল জঙ্গিপুর আদালতে CID এর পক্ষ থেকে তিহার জেলে গিয়ে এনামুলকে জিজ্ঞাসাবাদের আবেদন করে। এদিকে, সিআইডি তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, আদালতের অনুমতি মিলবে। অনুমতি মিললেই তিহার জেলে গিয়ে গরু পাচার মামলায় এনামুল হককে জেরা করবে সিআইডি।

উল্লেখ্য, গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই এবং ইডি।