গত বছরের বিধানসভা ভোট ঘিরে বেশ কয়েকটি ঘটনা ঘটে যার মধ্যে শীতলকুচির অন্যতম। এই ঘটনার পর বেশ কিছুটা সময় অতিক্রম করলেও সুরাহা হয়নি কিছুই। গত বছরের বিধানসভা ভোটে শীতলকুচিতে সিআইএসএফ জওয়ানের মৃত্যুর মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য ফের হাই কোর্টের দ্বারস্থ মৃতের পরিবার। এখনও এই ঘটনার তদন্তভার রয়েছে রাজ্য পুলিশের সিআইডি-র হাতে।
ঘটনার তদন্তে বারে বারে সিআইডি তাঁর পরিবারকে তলব করছে। কিন্তু সিআইডি-র তদন্তে ভরসা রাখতে পারছেন না তাঁরা। তাঁদের দাবি, সিবিআই তদন্ত দেওয়া হোক। এদিন, রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, সিআইডি কিছু তথ্য জানতে চায়। এখানে গ্রেফতারে কোনো বিষয় নেই। শুধু তাঁরা তদন্তে সহযোগিতা করুক।
আগামী নভেম্বরে এই বিষয়ে নির্দেশ দেবে হাই কোর্ট। ততদিন সিআইডি-র তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়। একুশের বিধানসভা ভোটে শীতলকুচিতে গুলিচলনার ঘটনা ঘটে। এই মামলায় অভিযোগ, সিআইএসএফ জওয়ানরা সিআইডি-র তদন্তে সাহায্য করছে না।