উত্তরবঙ্গের চোপড়ার আনারস পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। প্রতিবছরই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে সুস্বাদু আনারস দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়। তবে আগের মতো আর আনারস চাষ হচ্ছে না চোপড়া এলাকায়। চাষিরা জানান, আনারস চাষে রাসায়নিক সারের দাম অনেক বেড়ে যাওয়ায়, সেই মতো আনারসের দাম না পাওয়ার কারণে অনেক চাষি আনারস চাষ কমিয়ে দিয়েছে। বর্তমানে চোপড়া এলাকার কাঁচা আনারস দিল্লি, লখনৌ, হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে লরিতে করে। আনারস চাষি শাবেদ আলম জানান, এবারে প্রতি কিলো আনারস বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৭ টাকা দরে। গতবারের তুলনায় এবার দাম বেশি থাকলেও চাষিদের খরচ বেড়ে যাওয়ায় খুব একটা লাভ থাকছে না বলে জানিয়েছেন আনারস চাষিরা। তাই ধীরে ধীরে চোপড়াতে আনারস চাষ কমে গেছে।
Related Posts
A 15-day-long fair will be held in Jateshwar on Shiva Chaturdashi
Every year on Shiva Chaturdashi, a fair is held in the field of Garuhati in Jateshwar. This fair lasts for 15 days. A fair is held every year on Shiva Chaturdashi Tithi at Jateshwar in Falakata block of Alipurduar district…
গল্প ভেল্লিকদম
ভেল্লিকদম প্রশান্ত কুমার রায় স্কুলটির নাম খারিজা বিদ্যাপীঠ। পেছনে বিরাট বাঁশবন, তারপরেই ধল্লা নদী শ্বাসকষ্ট নিয়ে কোনও রকমে জীবন বয়ে চলে; বয়ে নিয়ে যায় এপারের স্পর্শ ওপারে; কাঁটাতার মনে মনে খুব রাগ করে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার থেকে একশ মিটার…
টিকা নিয়ে নিত্যদিনের বিক্ষোভ কমাতেই নয়া ভাবনা,শিলিগুড়ির ওয়ার্ডে ওয়ার্ডে টিকা কেন্দ্র করতে চায় স্বাস্থ্য দফতর
টিকা নিয়ে ক্ষোভ, বিক্ষোভ কার্যত নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়িতে। আজ এই কেন্দ্রে তো কাল অন্য কেন্দ্রে টিকা নিয়ে বিক্ষোভের ছবি আসছে। কোথাও নোটিশ জারি করে মিলছে না টিকা, আবার কোথাও বিনা নোটিশে টিকা দেওয়ার অভিযোগ। যার জেরে উত্তপ্ত হয়ে…