শারদীয়া দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই আবার এক ভিন্ন দুর্গাপূজার জোর প্রস্তুতি চলছে চোপড়ার নন্দ কিশোর গছ গ্রামে।
উল্লেখ্য, প্রতি বছরের মত এবছরও আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকার অষ্টমী দূর্গা পূজোর জহরা মেলা। তারই জোর প্রস্তুতি শুরু হয়েছে শনিবার থেকে। এদিন মেলা মাঠে গিয়ে দেখা যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা তাদের দোকানপাট নিয়ে মেলায় হাজির হয়েছে। শুরু করেছে তাদের দোকান সাজানোর কাজ।
মেলা কমিটির সম্পাদক অজয় পাল এবং পূজা কমিটির সম্পাদক ধনলাল পাল জানান, পূর্ব পরম্পরা মেনে দশমীর আগের দিন অর্থাৎ মঙ্গলবার তাদের জহরা দুর্গা দেবীর পূজা সম্পন্ন হবে। তবে শারদীয়া দুর্গাপূজার মত সপ্তমী,অষ্টমী,নবমী,দশমী চার দিন পূজা এখানে হয় না। এখানে এক দিনেই পূজো সম্পন্ন হয়। পরদিন বুধবার থেকে শুরু হবে তাদের মেলা। এবারে তাদের ১৩৫ তম বর্ষ।
তারা আরও জানান, ১৩৫ বছর আগে নন্দ কিশোরগছ গ্রামের জোহরা পাল নামে এক ব্যক্তি স্বপ্ন দেশ পেয়ে শারদীয়া দুর্গাপূজার আটদিন পরে অষ্টমীর দূর্গা পূজা শুরু করেন এবং দুর্গাপূজা উপলক্ষে মেলা বসান। তার নাম অনুসারেই এই মেলার নামকরণ হয় জহরা মেলা। মেলা কমিটির আশা এবারের মেলা রেকর্ড পরিমাণে জমবে। মেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রতিবছরের মত এবারও থাকবে পুলিশের সহযোগিতা।