বন্ধ থাকবে চিংড়িঘাটা মোড়

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। মেট্রোর কাজের জন্য ৭৫ দিন ট্রাফিক ব্লক থাকবে চিংড়িঘাটা মোড়ে। আগামী আড়াই মাসের জন্য কলকাতা ও সল্টলেক সংযোগকারী রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বাইপাস মেট্রোর কাজের জন্য। ট্রাফিক ব্লকের ফলে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ।

ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে চিংড়িঘাটা মোড়। মেট্রো কর্তৃপক্ষ আশা করছে, মেট্রোর কাজ নির্ধারিত সময়সীমার মধ্যেই শেষ হবে। নিউ গড়িয়া-সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো অংশ আরও একধাপ এগিয়ে যাবে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরুর ক্ষেত্রে।

মেট্রো কর্তৃপক্ষ নিউ গড়িয়া-সল্টলেক সেক্টর ফাইভ অংশের ৩১৯ নম্বর স্তম্ভ তৈরি করার জন্য ট্রাফিক ব্লকের আর্জি জানিয়েছিল কলকাতা পুলিশের কাছে। দীর্ঘ আলোচনার পর অবশেষে ওই জায়গায় ‘ট্র্যাফিক ট্রায়াল’ শুরু হয় গত ২২শে ফেব্রুয়ারি থেকে।