বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত নভেম্বর মাসে চাকরি বিক্রির অন্যতম দালাল প্রসন্ন রায়কে জামিন দেয় সুপ্রিম কোর্ট।
যদিও তিন মাস যেতে না যেতেই এসএসসি দুর্নীতি মামলায় ফের ‘মিডলম্যান’ প্রসন্ন রায়কে গ্রেফতার করে ইডি। আর এবার সেই প্রসন্নকে নিয়েই আদালতে বিস্ফোরণ ঘটালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, প্রসন্ন রায়ের নামে অন্তত ২০০টিরও বেশি ব্যাঙ্ক অ্য়াকাউন্টের হদিস মিলেছে।
যাতে জমা পড়েছে ৭০ কোটি টাকা। শুধু তাই নয়, প্রসন্নর নামে ১০০টিরও বেশি সংস্থা রয়েছে বলে আদালতে জানিয়েছে ইডি। আদালতে ইডি জানিয়েছে বিপুল সম্পত্তিও কেনাবেচা করেছেন প্রসন্ন। কম দামে সম্পত্তি কিনে বেশি দামে বিক্রির কাজের সাথেও প্রসন্ন যুক্ত ছিল বলে জানা যায়। আগামী ৪ মার্চ পর্যন্ত প্রসন্নর ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।