করোনার তৃতীয় ঢেউ এর আতঙ্কের মাঝেই নতুন আতঙ্ক। অজানা জ্বরে কাবু একের পর এক শিশু। গোটা উত্তরবঙ্গ জুড়ে ভয়াবহ উদ্বেগ। পরিসংখ্যান বলছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই অন্তত ৭৬০জন শিশু ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছে। জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া মালদা মেডিকেল কলেজের চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল ৮ মাসের এক শিশুর । গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে তিন শিশুর বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে এই শিশু মৃত্যুর ঘটনায় মালদা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পরিবারের লোকেরা। কয়েকদিন ধরেই জলপাইগুড়ি-সহ শিলিগুড়ি এবং কোচবিহারের শিশুদের মধ্যেও বাড়ছে অজানা জ্বরের প্রকোপ। হাসপাতালে ভরতি বহু শিশু। পশ্চিম বর্ধমানেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
একের পর এক আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়রা। শিলিগুড়ি মহকুমা হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি আরও অনেকে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও অজানা জ্বরের দাপট। কোচবিহার, দুই দিনাজপুরেও জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে স্বাস্থ্য কর্তাদের দাবি এর সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
জলপাইগুড়ির অজানা জ্বরের ১০টি নমুনা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছিল। তার মধ্যে দুটির ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস এবং দুটির ক্ষেত্রে আরএস ভাইরাস পাওয়া গিয়েছে। একটি নমুনার ক্ষেত্রে এই দুটি ভাইরাস এর মিশ্রন পাওয়া গিয়েছে। বাকি ৩ টি নমুনার কোনও পজিটিভ ফল পাওয়া যায়নি। প্যারা ইনফ্লুয়েঞ্জা হতে পারে বলে অনুমান। তবে এই ৩টি নমুনা আবার পরে পরীক্ষা করা হবে। সিদ্ধান্ত হয়েছে ম্যালেরিয়া, ডেঙ্গি, স্ক্রাব টাইফাস-সহ এই ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ আলাদা করে চিকিৎসা করতে হবে।